রাজনীতি

নূরের অভিযোগ, সম্প্রীতির বদলে অভিশাপ দিল বিএনপি

পটুয়াখালী প্রতিনিধি ॥ গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং ১৪৪ ধারা জারির ঘটনায় পটুয়াখালীতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার বিকেলে গলাচিপা উপজেলা পরিষদের ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, “এই সহিংসতা সামাল দিতে না পারলে এটি বিএনপির জন্য অশনিসংকেত হয়ে উঠবে।”

নূর জানান, গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা হামলার প্রস্তুতি নেয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ১৪৪ ধারা জারি করতে হয়। এই ধরনের ব্যর্থতা ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হাসান মামুনের মত বিতর্কিত নেতাদের কারণেই বিএনপির ভেতরে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। এইসব নেতারা উশৃংখল পরিস্থিতি তৈরি করে দলীয় ভাবমূর্তি নষ্ট করছেন। নূর বলেন, “বিএনপি এত বড় দল, তাদের অফিস কে ভাংচুর করতে সাহস করবে? উল্টো আমরা হামলার শিকার হয়েছি, অথচ আমাদের বিরুদ্ধেই মামলা দেয়া হচ্ছে।”

গণঅধিকার পরিষদের নেতারা জানান, তাদের বিভিন্ন ইউনিয়নের কার্যালয় ও দোকান-বাড়ি ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় নেতাকর্মীরা হতাশ হলেও সাংগঠনিক কার্যক্রম চলবে বলেও জানান নূর। তিনি বলেন, “সংগঠনের কার্যক্রম আমরা চালিয়ে যাব, মাঠে থাকব।” সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন