নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য বিশ্বের মাথা ব্যাথা নেই
ডেস্ক রিপোর্ট ॥ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক মহলের কোনো প্রতিকূল প্রতিক্রিয়া আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।শফিকুল আলম বলেন, “আমি বিশ্বাস করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগের পক্ষে বিলাপ করবে। এই নিষেধাজ্ঞা ছিল জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্দোলনকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
তিনি উল্লেখ করেন, বহু পশ্চিমা গণতান্ত্রিক দেশেও রাজনৈতিক দল নিষিদ্ধের নজির রয়েছে। উদাহরণস্বরূপ, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামেও চরমপন্থী দল নিষিদ্ধ করা হয়েছে।”
শফিকুল আরও দাবি করেন, জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের নেতারা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। “তারা গণতন্ত্র ধ্বংস, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিদেশে অর্থ পাচারে যুক্ত ছিল,”—বলেন তিনি।
তার মতে, এসব অভিযোগের পর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে না। “এই নিষেধাজ্ঞা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিত করবে,”—এমন আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সরকার পক্ষের মতে, এই পদক্ষেপ ছিল অপরিহার্য এবং দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক।
মতামত দিন