রাজনীতি

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইশরাক, রাজপথ না ছাড়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট ॥ রাজপথে আবারও উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ না নেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে তিনি আন্দোলনের পক্ষে অবস্থান স্পষ্ট করেন এবং সমর্থকদের রাজপথে থাকার আহ্বান জানান।

তিনি লেখেন, “আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।” এর আগে দুপুরে আরেক পোস্টে তিনি বলেন, “নির্দেশ একটাই— যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠে আসা যাবে না।”

ইশরাকের এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে নতুন করে উদ্দীপনা সঞ্চার করে।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরেক পোস্টে ইশরাক নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গেজেট প্রকাশের পরও কমিশনকে প্রভাবিত করে শপথ অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, “স্বাধীন কমিশন কীভাবে এমন নির্দেশনা মেনে চলতে পারে?”

তিনি আরও বলেন, “কমিশনকে ব্যবহার করে একটি পক্ষ আমাকে দায়িত্ব গ্রহণ থেকে বঞ্চিত করতে চাইছে। যারা কমিশনে চিঠি পাঠিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।” সেইসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও মাহফুজ ভূঁইয়ার পদত্যাগও দাবি করেন তিনি।

এই অবস্থায় রাজধানীর বিভিন্ন স্থানে ইশরাকের সমর্থকদের জড়ো হতে দেখা যায়। মৎস্য ভবন, কাকরাইল ও যমুনা রোডে সকাল থেকেই অবস্থান ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। “দফা এক, দাবি এক— শপথ নিতে হবে এখনই”— এমন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

বিকেলের বৃষ্টি এবং তীব্র গরম উপেক্ষা করে আন্দোলনকারীরা মৎস্য ভবন থেকে হাইকোর্ট পর্যন্ত অবস্থান নেয়। তারা দাবি করেন, “জনগণের রায়কে উপেক্ষা করে শপথ বিলম্ব করা হলে, প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে।”

এদিকে, ইশরাকের শপথ না নেওয়া সংক্রান্ত রিট মামলার শুনানি আজ আদালতে অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আন্দোলনকারীরা এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে।

মতামত দিন