নির্বাচনের রোডম্যাপ নিয়ে শঙ্কিত জামায়াত, যে শর্ত দিলেন তাহের
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে শঙ্কার সঙ্গে গ্রহণ করেছে। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক অভ্যুত্থানের দৃশ্যমান প্রক্রিয়া অপরিহার্য।জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষভাবে নির্বাচনের রোডম্যাপ ও সংখ্যানুপাতিক ভোটের বিষয় আলোচনা হয়। এতে দলটি দাবি করে, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ সংস্কার চূড়ান্ত হওয়ার আগে ঘোষিত হয়েছে, যা তাদের শঙ্কা বাড়িয়েছে।
তাহের বলেন, “সংস্কার এবং বিচার দৃশ্যমান না হলে নির্বাচন গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য হবে না। আমরা চাই প্রতিটি ভোটার যেনো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
সেমিনারে নেতৃত্বপ্রাপ্ত নেতারা নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তারা নির্বাচনের আগে আওয়ামী লীগের দোষীদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াত নেতারা বলেন, দেশের ভোটের পরিবেশ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক সংস্কার অপরিহার্য। জনগণ সচেতন হলে ভোটের ফলাফল গ্রহণযোগ্য হবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হবে।
মতামত দিন