নির্বাচনের নাম শুনলে সরকার ভয় পায়: মির্জা আব্বাস
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের কাছে “নির্বাচন” শব্দটি যেন নিষিদ্ধ এক শব্দে পরিণত হয়েছে। কারণ তারা জানে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বিজয়ী করবে। তাই সরকার নির্বাচন দিতে ভয় পায়। বৃহস্পতিবার (___ তারিখ) কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করে যাচ্ছে শুধু একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে। দেশের মানুষও একটি অবাধ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয়, তারা নির্বাচন শব্দটি শুনতেই চায় না।”
তিনি বর্তমান সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “শুধু গত আট মাসেই ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অথচ বিএনপি এখন ক্ষমতায় নেই, তাহলে এই টাকা কারা পাচার করছে? কারা এই চাঁদাবাজি করছে?”
সরকারের সাহস নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি সত্যিকারের সাহস থাকে, তাহলে এইসব দুর্নীতিবাজদের গ্রেপ্তার করুন। কিন্তু সরকার তা পারবে না, কারণ তারাই এসব অপকর্মের সঙ্গে জড়িত। বিএনপির মধ্যে এখন আর চাঁদাবাজ নেই।”
দলের অভ্যন্তরীণ দিকেও কঠোর বার্তা দিয়ে মির্জা আব্বাস বলেন, “দলের মধ্যে সুবিধাভোগী, দখলবাজ ও চাঁদাবাজদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ ঘরানার কেউ যেন ছদ্মবেশে দলে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান দেশে না ফিরলেও দলের নেতৃত্বে দৃঢ়তা এনেছেন। তবে ভবিষ্যতে তাকে দেশে ফিরতে হবে। অতীতে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সে অভিজ্ঞতা মাথায় রেখে সতর্কভাবে পরিকল্পনা নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। “এই সরকারের আমলে মিডিয়া শুধু প্রশংসা করতে বাধ্য। সত্য বলা কঠিন করে তোলা হয়েছে,” বলেন মির্জা আব্বাস।
মতামত দিন