নির্বাচনের আগে বিএনপি নেতারা সতর্ক হোন: খাইরুল কবির
মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরে বিএনপির জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ সরকার না হলেও নানা ধরনের সুবিধা ভোগ করছে। তিনি অভিযোগ করেন, এই সরকার ফাইভ স্টার হোটেল ও দেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে এবং দেশে সুষ্ঠু নির্বাচন হতে দেয় না।খোকন বলেন, সরকার নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র করতে পারে। তাই বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার আন্দোলন চালু না হলে দেশ ও জাতি নিরাপদ থাকবে না। লন্ডন থেকে নেওয়া নির্বাচনের সিদ্ধান্ত জনগণের ভোটাধিকারের দীর্ঘ সংগ্রামের ফল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকন। কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খোন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খোকন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, এক অব্যবস্থাপিত ও অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তিনি জনগণের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান এবং উল্লেখ করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আরেকটি ওয়ান ইলেভেন ঘটার আশঙ্কা রয়েছে। অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
মতামত দিন