রাজনীতি

নিরপেক্ষ নির্বাচন ছাড়া জনগণ মানবে না: পরওয়ার

ডেস্ক রিপোর্ট ॥ সরকারপ্রধানকে তীব্র ভাষায় আক্রমণ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দিল্লির তাঁবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে ভারতের সেবাদাসে পরিণত করতে চাচ্ছেন।” তিনি অভিযোগ করেন, “ভারতের উসকানিতে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্থ আজ হুমকির মুখে।”

শনিবার (২৮ জুন) সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “আমরা বারবার বলে এসেছি, এই দেশের সরকার যেন কখনো অন্য কোনো দেশের প্রভাবে পরিচালিত না হয়। আজ সেই ভয় বাস্তব হতে চলেছে। দিল্লির সঙ্গে আঁতাত করে জনগণের অধিকার হরণ করার ষড়যন্ত্র চলছে।”

তিনি দাবি করেন, নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার জনগণ দৃশ্যমান দেখতে চায়। তার কথায়, “দেশবাসী জানে, কাদের ইশারায় চলেন প্রধানমন্ত্রী। এই ষড়যন্ত্রের অবসান চাই অবিলম্বে।”

তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে বিদেশনির্ভর নীতির কঠোর সমালোচনা উঠে এসেছে। তিনি বলেন, “আমরা আর কোনো ‘পুতুল সরকার’ চাই না। জনগণের সরকার চাই, যারা দেশের কথা বলবে, দেশের স্বার্থে কাজ করবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দেশের নির্বাচনী রাজনীতিতে চাপ বাড়াবে এবং সরকারের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ আরও জোরালো হতে পারে।

মতামত দিন