নগর ভবনে উপদেষ্টা নয়, চাই জনপ্রতিনিধি: ইশরাক হোসেন
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, নগর পরিচালনার অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের, কোনো উপদেষ্টা বা প্রশাসকের নগর ভবনে বসার আইনগত বা নৈতিক অধিকার নেই। শুক্রবার ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।ঈদগাহ মাঠ পরিদর্শনের পাশাপাশি তিনি সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব যারা জনগণের ভোটে নির্বাচিত হন, তাদের হাতেই থাকা উচিত। নির্বাচিত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি “বিপ্লবী নগর কাউন্সিল” গঠনের সম্ভাবনার কথাও জানান তিনি, যেটি হবে একটি গণতান্ত্রিক ও বিকল্প কাঠামো।
ইশরাক হোসেন দাবি করেন, তিনি সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে একজন বৈধ নির্বাচিত প্রতিনিধি হিসেবে ময়দানে এসেছেন। তিনি বলেন, ঈদের পরদিন যারা সড়ক ও জনপথ পরিষ্কারে নিয়োজিত থাকবেন, তাদের সঙ্গে তিনিও মাঠে থাকবেন। এটি তার মতে শুধু নেতৃত্ব নয়, বরং দায়িত্ব ও জনগণের প্রতি অঙ্গীকার।
ইশরাক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। এই উপদেষ্টাদের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার ভাষায়, “যদি রাজনীতি করতে চান, তাহলে পদত্যাগ করে মাঠে নামুন, প্রতিযোগিতা করুন জনগণের সামনে।”
তিনি স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারেরও জোর দাবি জানান। বলেন, “এই কাঠামো অনেক আগেই ভেঙে পড়েছে, কিন্তু কেউ সেটা নিয়ে উচ্চবাচ্য করছে না।” গণতান্ত্রিক পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে গণআন্দোলনে নামার আহ্বানও জানান তিনি।
সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, ইশরাক কেবল শহর পরিচালনার ভবিষ্যৎ নিয়েই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক কাঠামো নিয়েও ভাবছেন। সরকারনির্ভর পদ্ধতির বাইরে নতুন এক সংগঠিত বিকল্প ব্যবস্থার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে তার কণ্ঠে। একইসঙ্গে তিনি জনগণকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান, যেন প্রকৃত গণতন্ত্র ও জবাবদিহিতার ভিত্তিতে দেশ পরিচালিত হয়।
মতামত দিন