রাজনীতি

দেশে ফিরলেন খালেদা জিয়া, সেনা-পুলিশের কড়া নজরদারি

ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের রাজপরিবারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নামার পর খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। লন্ডন থেকে রওনা হওয়ার সময় হিথরো বিমানবন্দরে তাকে পৌঁছে দেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান তিনি, পাশে ছিলেন তার মেয়ে জাইমা রহমানও।

লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির হাজারো নেতাকর্মী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়াকে বিদায় জানাতে জড়ো হয়েছিলেন।

দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছে যান খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে পুরো রাস্তাজুড়ে প্রস্তুত ছিলেন বিএনপির নেতাকর্মীরা, যারা তাকে ফুল ও স্লোগানে শুভেচ্ছা জানান।

মতামত দিন