দেশের পথে রওনা, হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন। সোমবার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।জানা গেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আনুমানিক ৯ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
লন্ডনে অবস্থানকালীন সময় তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। সফরসঙ্গী হিসেবে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান এবং নাতনী জাইমা রহমানসহ আরও কয়েকজন থাকছেন। হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর বেগম জিয়ার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাকে হুইলচেয়ারে বসা অবস্থায় হাস্যোজ্জ্বল দেখা যায়।
ঢাকায় পৌঁছানোর পর সাবেক এই প্রধানমন্ত্রীকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ রাজকীয় বিমানে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। চার মাস পর সেই একই বিমানে দেশে ফেরায় এটি কূটনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক আবেগ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মতামত দিন