দেশের নেতৃত্বের প্রতীক তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী: ফখরুল
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। শনিবার রাজধানীর কাকরাইলের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শুধু গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটাধিকার নয়, দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করার ক্ষমতা তারেক রহমানের নেতৃত্বে সম্ভব।তিনি আরও বলেন, দেশে দক্ষ চিকিৎসকের অভাব নেই, তবে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও ত্রুটি পুরো ব্যবস্থা পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের চিকিৎসকরা উপমহাদেশের সেরা হলেও সিস্টেমের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা সংকটে পড়েছে। তিনি বলেন, পারস্পরিক হিসেব-নিকাশ এবং দলীয় স্বার্থের সংস্কৃতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এর পরিবর্তন করতে হলে নীতি ও দায়িত্বশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল উল্লেখ করেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি শুধু স্বাস্থ্যখাত নয়, দেশের অর্থনীতি, শিক্ষা ও জনকল্যাণের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
তিনি সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাকে অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাজনীতির প্রকৃত সার্থকতা।
ড্যাবের নেতৃবৃন্দ, চিকিৎসক ও বিএনপির শীর্ষ নেতারা সম্মেলনে স্বাস্থ্যখাতের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন এবং সুষ্ঠু সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত দিন