তরুণদের হাতেই বদলাবে দেশের ভবিষ্যৎ: তারেক রহমান
ডেস্ক রিপোর্ট ॥ তারুণ্যের অংশগ্রহণে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ জনসমুদ্রে রূপ নেয়। সকাল থেকেই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “নির্বাচনকে সামনে রেখে নানা নাটকীয়তা শুরু হয়েছে। কথিত সংস্কারের ছদ্মবেশে আসলে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।” তিনি বলেন, “এই জাতিকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, এবার আর তা হতে দেওয়া যাবে না।”
তিনি জবাবদিহিমূলক সরকারের ওপর জোর দিয়ে বলেন, “জনগণের রায় বাস্তবায়নের জন্য সবার আগে দরকার একটি প্রকৃত নির্বাচিত সরকার। অন্যথায় দেশ কোনো স্থিতিশীলতা পাবে না।”
তারেক রহমান তার ভাষণে তরুণদের উদ্দেশে বলেন, “দেশকে বদলাতে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে। আপনারাই আগামীদিনের নেতৃত্ব। আপনাদের কণ্ঠেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
সমাবেশ শুরু হয় বিকাল ৩টা ৩৭ মিনিটে। তার আগেই নয়াপল্টনের পুরো এলাকা পরিণত হয় এক বিশাল রাজনৈতিক জমায়েতে। সকালের দিকেই নেতাকর্মীদের মিছিল, গান ও স্লোগানে মুখর হয়ে ওঠে অঞ্চলটি। দলীয় গান পরিবেশনের মাধ্যমে জমে ওঠে মঞ্চ।
এই আয়োজন ঘিরে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় ছিল সতর্ক অবস্থানে। যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকাগুলোতে যানজটও সৃষ্টি হয়।
এই সমাবেশ থেকে বিএনপি ভবিষ্যতের কর্মপন্থার ইঙ্গিত দিয়েছে। তারা বলছে, তরুণদের নেতৃত্বেই একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা হবে।
তরুণ প্রজন্মের অধিকারের প্রশ্নেই এই সমাবেশের মূল বার্তা—বিনা ভোটের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার চাই।
মতামত দিন