জুলাই সনদের ব্যাপারে আইন ও সংবিধান সংশোধন নির্বাচিত সরকার করবে:রিজভী
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করেছেন, দেশে কর্মসংস্থান সংকট ও শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভিক্ষের আলামত দেখা দিতে পারে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত কর্মসংস্থান রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা।রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে রেইন কোর্ট বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রিজভী বলেন, “একটির পর একটি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টর থেকে এক লাখ শ্রমিক ইতিমধ্যেই চাকরি হারিয়েছে। যদি মানুষের কর্মসংস্থান না থাকে, তাহলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে। জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। কিছু উপদেষ্টা হয়তো বিলাসিতা করবে, কিন্তু সাধারণ মানুষ বেকারত্বে অভুক্ত থাকবে।”
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখনই নজর দিতে হবে যেন মিল ও কারখানাগুলো বন্ধ না হয়। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়ে শিল্প সচল রাখতে হবে। “আমাদের দল সবসময় বলে আসছে—কারখানা বন্ধ করা যাবে না। জনগণের কর্মসংস্থানই জাতীয় অর্থনীতির মূল ভরসা।”
রিজভী আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় ফ্যাসিবাদী শক্তির দোসররা শিল্পমালিকদের সঙ্গে মিলে শ্রমিকদের জীবন অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। “ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে হলে কর্মসংস্থান টিকিয়ে রাখা জরুরি।”
তিনি এ সময় জুলাই সনদের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তা নির্বাচিত সংসদই করবে। গণভোটের প্রয়োজন নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে, তারাই দেশের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করবে।”
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জনগণকে বেকারত্ব, দারিদ্র্য ও স্বৈরশাসনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে।
মতামত দিন