জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে বিএনপির বিজয় র্যালি
ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র্যালি কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে একযোগে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট আওয়ামী ‘ফ্যাসিবাদের পতন’ ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিকে সামনে রেখে ৬ আগস্ট বিজয় র্যালির উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির ভাষায়, এই দিনটি ‘গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র ও জনতার বিজয়ের ঐতিহাসিক দিন’ হিসেবে পালন করা হচ্ছে।
ঢাকায় কেন্দ্রীয় বিজয় র্যালিটি অনুষ্ঠিত হবে বিকেল ২টায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এই র্যালিতে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা ও মহানগর (উত্তর ও দক্ষিণ), গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে এই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চায় এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা স্মরণ করিয়ে দিতে চায় বলে দলটির নেতাদের ভাষ্য।
মতামত দিন