রাজনীতি

জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না — নুর

ডেস্ক রিপোর্ট ॥ জুলাইকে কোনো ব্যক্তি বা দলের একক অর্জন হিসেবে দাবি করা ঠিক নয়— এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদের এক সমাবেশে তিনি বলেন, “জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না। এটি কোনো দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়। এটি দেশের আপামর জনগণের সংগ্রামের ফল।”

নুর বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার। “বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক জন্মাবে না। সরকারি কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, আর জনপ্রতিনিধিরা রাতের অন্ধকারে ভোটে নির্বাচিত হবেন না,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একক ঠিকাদারির মতো ব্যবহার করেছে। তারা এই মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছে। এখন কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানকেও রাজনৈতিক হাতিয়ার বানাতে চায়।”

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, বিদ্যুৎ ও জ্বালানি সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত দিন