রাজনীতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির ২২ উদ্যোগ ঘোষণা

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি’র ব্যানারে আগামী ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ঢাকাসহ সারা দেশে এসব কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনে মাসব্যাপী চলবে এই কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম প্রভৃতি।

৩০ জুন রাত ১২টায় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচির মাধ্যমে সূচনা হবে মাসব্যাপী আয়োজনের। ১ জুলাই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এছাড়া ৩ জুলাই দেশব্যাপী রক্তদান কর্মসূচি, ৫ জুলাই ধানমন্ডি ক্লাবে ফুটবল টুর্নামেন্ট, ৯ জুলাই মানবাধিকার লঙ্ঘন নিয়ে সেমিনার আয়োজন করা হবে।

১৪ জুলাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, ১৬ ও ১৭ জুলাই চট্টগ্রাম, রংপুর ও ঢাবিতে ছাত্র সমাবেশ ও স্মরণসভা, ১৮ জুলাই দেশব্যাপী দোয়া মাহফিল ও মৌন মিছিল, ২০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি, ২৪ ও ২৫ জুলাই দৃক গ্যালারিতে কার্টুন ও ছবি প্রদর্শনী, ২৮ জুলাই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ৩০ জুলাই সাভার-আশুলিয়ায় জনসভা অনুষ্ঠিত হবে।

মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করে গণতান্ত্রিক চেতনার পুনরুত্থান ঘটাতে চায় বলে জানান রিজভী। ৬ আগস্ট ছাত্র ও জনতার বিজয় মিছিলের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি।

মতামত দিন