রাজনীতি

জিয়াউর রহমান হত্যাকাণ্ডেও শেখ হাসিনা জড়িত ছিলেন: অলি আহমদ

ডেস্ক রিপোর্ট ॥ ভারতের স্বার্থে কাজ করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা শুধু ভারতের কাছে বাংলাদেশকে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছেন তা-ই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডেও তিনি জড়িত ছিলেন।

বুধবার (২১ মে) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, “ভারতের পছন্দের সরকার বাংলাদেশে দরকার ছিল, প্রথমে তারা পেয়েছিল শেখ মুজিবুর রহমানকে। এরপর জিয়াউর রহমানকে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পথ তৈরি করা হয়। আমি আগেও বলেছি, এ হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কয়েকদিন আগে শেখ হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। সেখান থেকে বিডিআর তাদের ধরে এনে আবার ফিরিয়ে দেয়। এরপর ১৭-১৮ দিনের মধ্যেই ঘটে জিয়াউর রহমান হত্যার ঘটনা।”

অলি আহমদ দাবি করেন, “আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করা হলে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। এই দল আর কখনো শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারবে না।”

তিনি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। সাধারণ মানুষের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, এমনকি নিরাপত্তাও হুমকির মুখে। এ অবস্থায় তিনি অবিলম্বে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

অলি আহমদ মনে করেন, দেশে এখনই রাজনৈতিক সংস্কার না আনলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তিনি সব রাজনৈতিক দলের প্রতি জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মতামত দিন