জাতীয় পার্টির দায়িত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য রুহুল আমিনের
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিনের বক্তব্য, পার্টির টুকরো টুকরো হওয়ার কারণ হলো মূল দায়িত্বপ্রাপ্তরা যথাযথ ভূমিকা পালন করতে পারেননি। শনিবার (৯ আগস্ট) গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা এখন কঠিন। নির্বাচন অনুষ্ঠিত হবে কি-না, তা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যে রয়েছে দেশবাসী। নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে মানুষ প্রতিদিন অতিষ্ঠ হচ্ছে। এমন সময়েই এই কাউন্সিলের আয়োজন হয়েছে, যা জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে।
এবিএম রুহুল আমিন আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এগিয়ে যাবে। তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যে, দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভাল ফলাফল অর্জন করবে।
তিনি বলেন, পার্টির নেতা-কর্মীরা দীর্ঘ সময় ধরে নিজের ত্যাগ ও উৎসর্গ দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন। তারা নিজেদের শরীরের ঘাম থেকে শুরু করে অর্থ এবং সন্তানদের ভবিষ্যতও বাজি রেখে দলকে শক্তিশালী করেছেন। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার।
রুহুল আমিন বলেন, প্রত্যেকে নিজ নিজ এলাকায় গিয়ে উপজেলা, ইউনিয়ন ও মহানগর পর্যায়ে দলকে সংগঠিত করবেন। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি নয়; এটি মানবসেবার রাজনীতি এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাবে। এই অঙ্গীকার নিয়ে এই কাউন্সিল কার্যক্রম শুরু হয়েছে।
মতামত দিন