জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার জাতীয় যুব সম্মেলনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।’তিনি বলেন, ‘যদি ঘোষিত সময়েই নির্বাচন হয়, তাহলে যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের আত্মার প্রতি অবিচার হবে। এই সরকার তাদের প্রতিকার দিতে ব্যর্থ হবে।’ পাটওয়ারী যুক্তি দেন, ‘আমরা একই ধরনের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন দলের যুব নেতারা।
বিএনপি ও জামায়াত এই নির্বাচনের সময়সূচিকে গ্রহণযোগ্য মনে করলেও এনসিপি বলছে, প্রকৃত সংস্কার এবং গণহত্যার বিচারের আগেই নির্বাচন হওয়া উচিত নয়।
সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুব সংগঠনের নেতা- কর্মীরা বক্তব্য রাখেন।
মতামত দিন