রাজনীতি

জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জামায়াতের

ডেস্ক রিপোর্ট ॥ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দলটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ দাবি জানানো হয় রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের সময়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও জাতীয় পার্টি সহযোগী ভূমিকা পালন করেছে। তাই ন্যায়সংগত ব্যবস্থা নিশ্চিত করতে উভয় দলের বিরুদ্ধেই সমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তাহের বলেন, এর গভীর তদন্ত করে মূল উৎস চিহ্নিত করে দোষীদের বিচারের আওতায় আনা দরকার।

জুলাই সনদ নিয়ে আলোচনায় তাহের জানান, নির্বাচনের আগে এর বাস্তবায়ন অপরিহার্য। তিনি বলেন, “কিছু দল বলছে নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, কিন্তু আমরা চাই আইনি ভিত্তিতে এখনই কার্যকর পদক্ষেপ।”

নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন তারিখ ঘোষণায় স্বচ্ছতা রক্ষিত হয়নি। তাই নির্বাচন আয়োজনের আগে সব দলের সঙ্গে সমন্বয় জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন মূলত ধারণার বিষয়। জুলাই ঘোষণার সংস্কার কার্যকর না হলে তা ভুল সিদ্ধান্ত হবে। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন নির্বাচনী নিয়ম প্রয়োজন, যা কেন্দ্রীয় দখল ও কালো টাকার প্রভাব কমাতে সহায়ক হবে।

তাহের জোর দিয়ে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, তবে তা অবশ্যই সকল দলের অংশগ্রহণ ও সম্মতির ভিত্তিতে আয়োজন করতে হবে। উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।”

মতামত দিন