গণসমাবেশের প্রস্তুতি, ইশরাকের শপথ দাবি আরও তীব্র
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ফের জড়ো হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ঈদুল আজহার ছুটি শেষে তারা আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার সকাল থেকেই ‘ঢাকাবাসী’ ব্যানারে কর্মচারী ও সাধারণ সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন ইশরাক হোসেন নিজেও।আন্দোলনকারীদের দাবি, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে অবিলম্বে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে। আদালত ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করেছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখন পর্যন্ত শপথ অনুষ্ঠান হয়নি।
এর আগে ১৫ মে থেকে আন্দোলনে নামে ইশরাকের অনুসারীরা। পরে ঈদ উপলক্ষে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়। তবে ইশরাক তখনই জানিয়েছিলেন, ঈদের পর আন্দোলন আরও জোরদারভাবে ফিরে আসবে। সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে আজকের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
এদিকে, আন্দোলনের কারণে ডিএসসিসির কিছু গুরুত্বপূর্ণ বিভাগে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত আন্দোলনের সময় নগর ভবনে কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছিল। এবারও সেই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আইনি জটিলতা পেরিয়ে হাইকোর্টে রিট খারিজ হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠানের উদ্যোগ নেয়নি, যা আন্দোলনকারীদের ক্ষোভের মূল কারণ। বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত শপথ অনুষ্ঠান না হলে আন্দোলন আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে। এতে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে।
আন্দোলনকারীরা ইতোমধ্যে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, ইশরাক শিগগিরই বড় ধরনের গণসমাবেশ বা পদযাত্রার কর্মসূচি ঘোষণা করবেন।
মতামত দিন