গণতন্ত্র রক্ষায় বিএনপি কোনো ষড়যন্ত্র মানবে না: হেলেন জেরিন খান
মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান শনিবার বলেন, “যুদ্ধাপরাধীদের বিভিন্ন সংগঠন এখনও সক্রিয়। পাশাপাশি নতুন রাজনৈতিক দল দেশের নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।”তিনি বলেন, “দেশের গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নেতাকর্মীরা কখনো মাথানত করবে না। নির্বাচনের জন্য বিএনপি সর্বদা প্রস্তুত।” হেলেন জেরিন এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, তারা কখনো গণভোটের কথা বলে, কখনো স্থানীয় নির্বাচন নিয়ে চক্রান্ত করে এবং কখনো সংবিধান উপড়ে ফেলার কথা বলে, মূলত দেশের নির্বাচনকে ব্যর্থ করার উদ্দেশ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, “গণতন্ত্রের শক্তি জনগণের হাতে। ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলালের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সরোয়ার হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন খান সান্টু, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া ইসলাম লাইজু ও সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত নেতারা নির্বাচনের গুরুত্ব, গণতন্ত্র রক্ষা এবং বিএনপির প্রস্তুতির ওপর জোর দেন।
মতামত দিন