গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
ডেস্ক রিপোর্ট ॥ আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া এই নেত্রীর জন্মদিন এবার এসেছে রাজনৈতিক মুক্তির এক বছর পূর্তি উদযাপনের প্রেক্ষাপটে। দীর্ঘ কারাবাস ও অসুস্থতার পর গত বছরের ৬ আগস্ট তিনি মুক্তি পান, শেখ হাসিনা সরকারের পতনের পর।বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি এ বছরও কেক কাটা ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। দলীয় কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এই কর্মসূচিতে শুধু বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্যই নয়, বরং মুক্তিযুদ্ধের শহিদ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলনের শহিদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের জন্যও দোয়া করা হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হবে।
রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বারবার কারাবাস, রাজনৈতিক ষড়যন্ত্র, এমনকি বিদেশে চিকিৎসার সুযোগ বঞ্চনার শিকার হয়েছেন। তবুও তিনি দলের নেতৃত্বে থেকে গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। আজকের জন্মদিন তাই কেবল ব্যক্তিগত আনন্দ নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের অনেকেই মনে করেন, তার দৃঢ়তা ও ত্যাগ বাংলাদেশে গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকের কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হয়ে দোয়া ও মিলাদে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন