খালেদা জিয়ার প্রত্যাবর্তন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু: ফখরুল
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, "খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন। এরপর কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। প্রায় চার মাস পর তিনি আজ দেশে ফিরছেন। এটা শুধু বিএনপির জন্য নয়, পুরো জাতির জন্যই আনন্দের দিন।"
বিএনপি মহাসচিবের মতে, খালেদা জিয়ার ফিরে আসা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, "এই দেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের জন্য এটি আশার বার্তা। তার উপস্থিতি আমাদের পথ চলা সহজ করবে এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে উৎসাহ দেবে।"
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। প্রথম ১৭ দিন তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে তারেক রহমানের বাসায় অবস্থান করে অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।
বিএনপির নেতারা মনে করছেন, খালেদা জিয়ার দেশে ফেরা দলের কর্মীদের মনোবল দৃঢ় করবে এবং চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যোগ করবে।
মতামত দিন