কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছে আওয়ামীলীগ: রিজভী
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কলকাতায় একটি ‘দলীয় কার্যালয়’ খুলে সেখানে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, এই অবস্থান ভারতের কারণে সম্ভব হয়েছে যেখানে বাংলাভাষী মুসলিমরা সহায়তা পাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা সেখানে আশ্রয় পেয়েছেন।রিজভী আরও বলেন, শেখ হাসিনার ওপর বিরোধী দলকে জঙ্গি বলার অপবাদ আরোপ করা হয়েছিল। তিনি বলেন, “বেগম জিয়া কখনো পালায়নি, কিন্তু শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে।” রিজভীর মতে, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন এবং তার কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা নষ্ট করছে।
তিনি গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর পরেও শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র থেকে বিরত নেই। রিজভী এ সময় বিএনপির নেতাকর্মীদের দেশ ত্যাগ না করার প্রতিশ্রুতি জানান।
মতামত দিন