রাজনীতি

এ দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: বিএনপি

ডেস্ক রিপোর্ট ॥ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্য দেন।

চরমোনাই পীর বলেন, “জনগণের ভোটের সঠিক মূল্যায়নের জন্য সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই। বর্তমান একতরফা ব্যবস্থায় জনগণের মতামতের প্রতিফলন ঘটে না।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “পিআর ছাড়া যে কোনো নির্বাচন দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।” তিনি দাবি করেন, বর্তমান ব্যবস্থা অগণতান্ত্রিক ও এককেন্দ্রিক রাজনীতিকে উৎসাহিত করছে, যা জনগণের ভোটাধিকারকে খর্ব করে।

সমাবেশে আরও বলা হয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সংস্কারিত নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতে হবে, যাতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে।

সমাবেশে ১৬ দফা দাবি উত্থাপন করা হয়, যার অন্যতম ছিল পিআর ভিত্তিক নির্বাচন ও নির্বাচন ব্যবস্থায় মৌলিক সংস্কার। তারা বলেন, সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ার।

এই বক্তব্যে ইসলামী রাজনৈতিক দলগুলোর নির্বাচনপদ্ধতি নিয়ে দৃঢ় ও সংঘবদ্ধ অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।

মতামত দিন