রাজনীতি

এবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট কর্মকাণ্ড ও গণহত্যার’ অভিযোগ তুলে দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবতার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।”

রোববার সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম আরও বলেন, “যারা গণহত্যা ও দমন-পীড়নের সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার না হলে দেশে ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে না।”

তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র ও সাধারণ জনগণের ‘বিপ্লবী ভূমিকার’ প্রশংসা করে বলেন, “তাদের আন্দোলন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা সাধুবাদযোগ্য, তবে দ্রুত বাস্তবায়ন জরুরি।”

নাহিদ ইসলাম আরও জানান, ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের প্রশ্নে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, “শুধু ঢাকাতেই নয়, প্রয়োজনে সারা দেশের মানুষ আবারও ঢাকায় সমবেত হবে। শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।”

শুক্রবার শাহবাগ ব্লকেড কর্মসূচির সময় নিজের ভেরিফায়েড পেজে দেওয়া বক্তব্যে তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম সব রাজনৈতিক মত ও গোষ্ঠীকে আওয়ামী লীগকে 'মুজিববাদী সন্ত্রাসী শক্তি' হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তার মতে, “নির্বাচন কমিশনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে এই রাজনৈতিক অপকর্মে লাগাম দিতে পারে।”

তিনি আশা প্রকাশ করেন, “জুলাই মাসে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে।”

মতামত দিন