রাজনীতি

ঈদেও রাজনৈতিক ছন্দে বিএনপি, নেতারা নিজ এলাকায়

ডেস্ক রিপোর্ট ॥ ঈদুল আজহা উপলক্ষে বিএনপির সিনিয়র নেতারা কেউ ঢাকায়, কেউবা নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করছেন। তবে এবারের ঈদটি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিছুটা ব্যতিক্রম, যেহেতু তিনি গুলশানের বাসভবনেই ঈদ কাটাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদের রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে তার সঙ্গে দেখা করবেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরা খালেদা জিয়ার সঙ্গী ছিলেন ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। তবে শর্মিলা ইতোমধ্যে তার সন্তানদের কাছে ফিরে গেছেন এবং জুবাইদা রহমান ঈদের আগেই যুক্তরাজ্যে ফিরে গেছেন।

ঈদের দিন ঢাকায় থেকে নামাজ আদায় করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই ঢাকায় ঈদের নামাজ পড়বেন। কেউ কেউ আবার নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

গয়েশ্বর চন্দ্র রায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেরানীগঞ্জে, ড. মঈন খান নরসিংদীর পলাশে, আমীর খসরু চট্টগ্রামে এবং সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ঈদ পালন করবেন। নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ড. জাহিদ হোসেনসহ অনেকেই রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীদের বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ঈদের দিন সকাল ১১টা ৩০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় তারা দোয়া মাহফিলেও অংশ নেবেন।

অসুস্থ নেতাদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান এবং সারোয়ারী রহমান বাসাতেই ঈদ পালন করবেন। বিদেশে অবস্থানরত ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক ও আইসিটি সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান আমেরিকায় ঈদের নামাজ আদায় করবেন।

মতামত দিন