রাজনীতি

আসিফ নজরুলকে ‘বিশ্বাসঘাতক’ বলল এনসিপি, দিলেন হুশিয়ারী

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই ক্ষোভ উগরে দেন।

তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি "বিশ্বাসঘাতক" আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, তিনি বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং জাতির সঙ্গে বেইমানি করছেন। পাটওয়ারী বলেন, “আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন, যা জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা।”

তিনি আরও বলেন, "আমরা চাই আইন উপদেষ্টা জনগণের পক্ষে থাকুক, কিন্তু তিনি এখন বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন। যদি তিনি শিগগিরই ঘোষণাপত্র প্রকাশ না করেন, তাহলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হবে।"

সমাবেশে শুধু আইন উপদেষ্টাই নয়, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, এই উপদেষ্টারা দেশের অর্থনীতি ও প্রশাসন ধ্বংস করার কাজে লিপ্ত এবং তাদের মাধ্যমে বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

তিনি বলেন, “এই সরকার উপদেষ্টাদের হাতেই জিম্মি হয়ে পড়েছে। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে সরকারকেও সরিয়ে দিতে হবে।”

নির্বাচন কমিশন প্রসঙ্গে পাটওয়ারী বলেন, “ইসি এখন বিএনপির দপ্তরে পরিণত হয়েছে। কমিশনের বর্তমান কাঠামো এনসিপি মেনে নেবে না।” তিনি ঘোষণা দেন, “আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারপর জাতীয় নির্বাচন।”

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় দালালদের দখলদারিত্ব চলছে, এই দখলদার গোষ্ঠীকে প্রতিরোধ করতে হবে এবং উপদেষ্টা পরিষদ থেকে বিএনপিপন্থি সদস্যদের অপসারণ করতে হবে।

নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “বিএনপি মৃত রাজনীতি করছে, আর আওয়ামী লীগের টাকায় বড় বড় কথা বলছে। নির্বাচন কমিশন যদি দলীয় কার্যালয়ে পরিণত হয়, তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

সমাবেশ থেকে এনসিপি অবিলম্বে নির্বাচন কমিশনের পুনর্গঠন ও সংশোধনী আইন পাশ করার দাবি জানায়।

মতামত দিন