আসছেন খালেদা জিয়া বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক ॥ চার মাস পর উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।তার আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন। দলের পক্ষ থেকে দেয়া পূর্ব নির্দেশনা অনুযায়ী বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন।
নেতাকর্মীরা পিকআপ ও বাসযোগে পতাকা, ব্যানার ও ঢোল-বাদ্য নিয়ে দলীয় শ্লোগানে মুখরিত করেন বিমানবন্দর সড়ক। শ্লোগান ওঠে—"খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম", "গণতন্ত্রের নেত্রী ফিরে এসেছেন"।
দলীয় সূত্র জানায়, বিএনপির নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে বিভিন্ন অবস্থান—বিমানবন্দর থেকে গুলশান-২ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে দলের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ট্রাফিক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নেতাকর্মীরা যেন সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান, সেটি নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, "গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলে বা পায়ে হেঁটে যাওয়া যাবে না, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। লন্ডনে চার মাস চিকিৎসা শেষে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন তিনি।
মতামত দিন