আলোচনা ফলপ্রসূ, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: বিএনপি
ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গুম-খুনের বিচার দাবি তুলেছে। রোববার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
তিনি জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে গণআন্দোলনের সময় নিহত পরিবারগুলোর পুনর্বাসন, নিখোঁজদের সন্ধান ও বিচার, এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। বিএনপির নেতাদের মতে, এসব পদক্ষেপ না নিলে জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বৈঠকগুলো চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা সংলাপে থাকতে চায়, তবে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
মতামত দিন