রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যা বললেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার (১১ মে) দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও সরকার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তারা এই দাবিগুলোই তুলেছিলেন। বিএনপির মতে, গণহত্যা, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী দলকে নিষিদ্ধ করাই ছিল সময়ের দাবি।

মির্জা ফখরুল বলেন, “আমরা প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধের বিরোধিতা করলেও বিচারিক প্রক্রিয়ায় তা সম্পূর্ণ সমর্থন করি।” তিনি যোগ করেন, এই সিদ্ধান্ত আগে নিলে সরকারকে চাপের মুখে এমন পদক্ষেপ নিতে হতো না। “জনগণের ক্ষোভ এখন শাসকগোষ্ঠীর ওপর। সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া গণতন্ত্র ফিরবে না,”—এমন সতর্কবার্তা দিয়ে তিনি সরকারকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করে আসছে, তা এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত রোডম্যাপ ঘোষণা এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।

বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এবং তা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গভীর প্রভাব ফেলবে।

মতামত দিন