রাজনীতি

আওয়ামী লীগ-হাসিনার বিরুদ্ধে কঠোর বার্তা সারজিসের

ডেস্ক রিপোর্ট ॥ আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের শাস্তির দাবিতে উত্তরা থেকে বিক্ষোভে ফেটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেলে উত্তরায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবিগুলো তুলে ধরেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সমাবেশে সারজিস আলম বলেন, “যারা শেখ হাসিনাকে ‘খুনি হাসিনা’তে পরিণত করতে সহায়তা করেছে, তাদের বিচারের আওতায় না আনলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শুধু গণতন্ত্রবিরোধী দল নয়, বরং এটি একটি রক্তক্ষয়ী রাজনীতির ধারক, যারা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে।

তিনি আরও বলেন, “খুনি শব্দ মুছে ফেলার অপচেষ্টা মানেই গণহত্যার ইতিহাস মুছে ফেলা। হাজার হাজার মানুষের মৃত্যুতে যারা দায়ী, তারা কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য নয়।” এসময় তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবি করেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, তারা যদি নির্বাচন করতে চায়, তবে জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের প্রতিহত করবে। আমরা এই লড়াই থেকে একচুলও সরবো না।”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ‘সংস্কার ও প্রতিশোধ’-এর স্লোগানে উত্তাল ছিলেন। তারা জানান, এই আন্দোলন শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং এটি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। বিক্ষোভ শেষে উত্তরা থেকে একটি মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ জানান, এই আন্দোলন শুধু উত্তরায় সীমাবদ্ধ থাকবে না; দেশজুড়ে সমন্বিতভাবে আন্দোলন গড়ে তোলা হবে। সারজিস আলম বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের আন্দোলনই হবে বিচার ও সংস্কারের পথপ্রদর্শক।”

মতামত দিন