রাজনীতি

অপরাজেয় বাংলায় ছাত্রদলের ডাকসু নির্বাচনী প্যানেল প্রকাশ

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজেদের নতুন প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদি মায়েদ। ছাত্রদল মনে করছে, এই প্যানেলের মাধ্যমে তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষার লড়াই আরও শক্তিশালী করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। অন্যদিকে ১৮টি হল সংসদের বিপরীতে বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। এতে স্পষ্ট হচ্ছে, এবারের নির্বাচনে প্রতিযোগিতা হবে ব্যাপক ও উত্তেজনাপূর্ণ।

মনোনয়নপত্র বিতরণের শেষ সময়সীমা আজ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রয়েছে। আগামী ২১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে, আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রতিনিধিত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই প্যানেল ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের আস্থা অর্জন করে এই প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ভোটদান নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা মনে করছেন, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে বড় ধরনের প্রভাব ফেলবে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে। শিক্ষার্থীরাও ভোটে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

মতামত দিন