ব্যবসায়-বাণিজ্য

হিলি বন্দরে শুল্কমুক্ত ভারতীয় চাল আমদানি বৃদ্ধি, বাজারে স্বস্তি

হিলি প্রতিনিধি ॥ হিলি স্থলবন্দর দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১২ আগস্ট থেকে শুল্কমুক্ত ভারতীয় চাল আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। প্রথম দিকে দৈনিক ২০–২৫ ট্রাক চাল আসলেও এখন ৮০–১০০ ট্রাক প্রতিদিন আমদানি হচ্ছে।

এ বন্দর দিয়ে মূলত সম্পা কাটারি, মিনিকেট, ৪০/৯৪ এবং স্বর্ণা-৫ জাতের চাল আমদানি হচ্ছে। এর প্রভাবে বাজারে দাম কমেছে। সম্পা কাটারি চালের দাম ৭০ টাকা থেকে কমে ৬৬ টাকা, ৪০/৯৪ জাতের চালের দাম ৬০ টাকা থেকে কমে ৫৭ টাকা এবং স্বর্ণা-৫ চালের দাম ৫২ টাকা থেকে কমে ৫০ টাকা কেজি হয়েছে।

বন্দর পরিদর্শনে দেখা গেছে, ব্যবসায়ীরা দ্রুত চাল কিনে বাজারে সরবরাহ করছেন। চট্টগ্রামের ব্যবসায়ী রফিক বলেন, “এখানে দাম কম এবং মান যাচাই সহজ।” নাটোর থেকে আসা মাহবুব বলেন, “অন্যান্য বন্দরে ঘুরে যাচাই করতে হয়, কিন্তু এখানে সারিবদ্ধ ট্রাকে সরবরাহ পাওয়ায় সুবিধা হচ্ছে।”

হিলি বন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, “সরকার অনুমতি দিয়েছে, আমরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছি। দৈনিক ৮০–১০০ ট্রাক আসছে। বাজারে দাম কমছে এবং স্থিতিশীলতা আসছে।”

হিলি কাস্টমস কর্মকর্তা এমআর জামান বাঁধন জানান, “শুল্কমুক্ত খালাস এবং ২% অগ্রিম আয়কর দিয়ে দ্রুত খালাস দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা বাজারে দ্রুত সরবরাহ করতে পারছে।”

হিলি কাস্টমসের হিসাব অনুযায়ী, ১২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১,১৩৬ ট্রাকে মোট ৪৮,৪৭১ টন চাল আমদানি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, দেশের সব বন্দরে এ ধরনের আমদানি হলে বাজারে আরও স্থিতিশীলতা আসবে।

মতামত দিন