ব্যবসায়-বাণিজ্য

শুল্ক জটিলতা কাটিয়ে আমদানিকৃত চাল খালাস শুরু

হিলি প্রতিনিধি ॥ হিলি স্থলবন্দরে দীর্ঘদিন আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬৩.৫ শতাংশ শুল্ক কমিয়ে মাত্র ২ শতাংশ নির্ধারণ করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে কাস্টমস সার্ভারে শুল্ক হ্রাসের তথ্য আপলোড হওয়ার পর ব্যবসায়ীরা চাল খালাস কার্যক্রম শুরু করেন।

চাল আমদানিকারকরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বাজারে চালের প্রাচুর্য বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে। চলতি মাসের ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে ৬৪টি ট্রাক চাল খালাস করা সম্ভব হচ্ছিল না। মোট আটকে থাকা চালের পরিমাণ ছিল ২ হাজার ৮১৪ টন।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, “এখন ২ শতাংশ শুল্ক প্রদর্শিত হওয়ায় আমদানিকারকদের মধ্যে স্বস্তি এসেছে। আমরা বিল অব এন্ট্রি দাখিল করে দ্রুত খালাস করছি। এতে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে থাকবে।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, “আগে উচ্চ শুল্কের কারণে চাল বন্দরে আটকে ছিল। এখন ব্যবসায়ীরা অগ্রিম ২ শতাংশ শুল্ক দিয়ে খালাস কার্যক্রম চালাচ্ছেন। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে।”

এ উদ্যোগে হিলি বন্দরের কার্যক্রম পুনরায় গতিশীল হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত খালাস শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে চাল পাবে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এই সিদ্ধান্তটি আমদানিকারকদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে।

মতামত দিন