ভিসা জটিলতায় বিপর্যস্ত হিলির অর্থনীতি, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত
হিলি প্রতিনিধি ॥ হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় ভিসা জটিলতার কারণে শুধু যাত্রী চলাচল নয়, প্রভাব পড়েছে পণ্য ব্যবসার ক্ষেত্রেও। রপ্তানিকারকরা জানিয়েছেন, ভারতে যেতে না পারায় পণ্য মান যাচাই করা যাচ্ছে না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত আমাদের ব্যবসায়িক ভিসা দিচ্ছে না। কয়েকবার আবেদন করেও আমরা ভিসা পাইনি। পণ্যের গুণগত মান যাচাই করতে না পারায় ব্যবসায়িকভাবে লোকসান গুণতে হচ্ছে।”
তিনি আরও জানান, “যারা আগে থেকে ভিসা পেয়েছেন, শুধু তারাই ভারত যেতে পারছেন। বাকিদের ভার্চুয়াল মাধ্যমে পণ্য দেখতে হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ।”
এদিকে হিলি চেকপোস্টে কর্মরত শ্রমিকরা বলছেন, যাত্রী কমে যাওয়ায় কাজও কমে গেছে। অনেকে বাধ্য হয়ে পেশা বদল করছেন বা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, “যাত্রী সংখ্যা প্রায় শূন্য। ফলে রাজস্বও আশঙ্কাজনক হারে কমেছে। আগে প্রতিদিন যা রাজস্ব আসতো, এখন তা এক-চতুর্থাংশে নেমে এসেছে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে বারবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতা অব্যাহত থাকলে তা দীর্ঘমেয়াদে সীমান্ত অঞ্চলের সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয়রা ভারতের প্রতি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভিসা চালু করার আহ্বান জানিয়েছেন।
মতামত দিন