ব্যবসায়-বাণিজ্য

ভারত থেকে হিলি বন্দরে চাল আমদানি বাড়িয়েছে সরবরাহ, কমেছে দাম

হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির ফলে দেশে বাজার স্থিতিশীল হচ্ছে। সরকার আমদানির অনুমতি দেয়ার পর গত নয়দিনে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন চাল দেশে প্রবেশ করেছে। এর ফলে চালের কেজি দরে পাইকারি বিক্রয় ২-৩ টাকা হ্রাস পেয়েছে।

হিলি বন্দরের আমদানিকারক ললিত কেশরা জানান, সরকার আগে থেকেই চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে যাতে বাজারে কোনো অস্থিরতা তৈরি না হয়। “আমরা প্রতিদিনই বিপুল পরিমাণে চাল আমদানি করছি। এতে দাম নিয়ন্ত্রণে এসেছে,” তিনি বলেন।

বর্তমানে ভারত থেকে যে জাতের চাল আসছে তার মধ্যে স্বর্না, সম্পা কাটারি, রত্মা ও মিনিকেট উল্লেখযোগ্য। বন্দরে থাকা আরেক আমদানিকারক শাহীনুর ইসলাম বলেন, চাল আমদানির খবর পেয়ে পাইকাররা এখানে এসে সরবরাহ কিনছেন।

বাজারে দর কষাকষির ফলে ভালো মানের চিকন চাল কেজিতে ৬৮ টাকা, আঠাশ জাতের চাল ৫৪-৫৫ টাকা এবং স্বর্না জাতের চাল ৫২ টাকায় বিক্রি হচ্ছে। উত্তরাঞ্চলের পাইকাররা বলছেন, প্রতিদিন চাল আমদানির ফলে দাম নিয়ন্ত্রণে আছে এবং আশা করা যাচ্ছে আরও দাম কমবে।

হিলি বন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ১২ আগস্ট থেকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানিয়েছেন, এ পর্যন্ত ৩৩২টি ট্রাকে ১৪,৫০০ মেট্রিকটন নন-বাসমতি চাল দেশে এসেছে। প্রথমে কাস্টমসের সার্ভারে শুল্ক আপলোড না হওয়ায় ৬৩.৫০% দেখাচ্ছিল, পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে ২% শুল্কে আমদানি কার্যক্রম চলছে।

এভাবে ব্যাপক আমদানির কারণে উত্তরাঞ্চলের বাজারে চালের দাম কমে এসেছে এবং সরবরাহ নিশ্চিত হয়েছে।

মতামত দিন