ব্যবসায়-বাণিজ্য

ভারত থেকে চাল আমদানিতে দীর্ঘ বিরতির অবসান

হিলি প্রতিনিধি ॥ দেশে চালের দাম ব্যাপকভাবে বাড়ায় দীর্ঘ প্রায় চার মাসের বিরতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির কার্যক্রম আবার শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে মেসার্স মিঠুন কুমার শাহের তিনটি ট্রাকে ভারত থেকে মোট ১২৫.৯৪৪ মেট্রিক টন চাল হিলি বন্দরে আসে।

হিলি বন্দরের সি এন্ড এফ এজেন্টদের একজন আজমল হোসেন রোজ জানান, দেশের চালের বাজারে অতিরিক্ত চাহিদা ও মূল্য বৃদ্ধির কারণে সরকার বিশেষ অনুমতি দিয়ে ভারতের বিভিন্ন আমদানিকারককে মোট ২৫ লাখ টন চাল আমদানি করার অনুমতি দিয়েছে। চালের শুল্ক মূল্যের বিষয়ে তিনি জানান, শুল্ক মূল্য কাস্টমস সার্ভারে এখনো আপডেট হয়নি, তবে অনুমান করা হচ্ছে পূর্বের মতো ২ শতাংশ হারে হবে।

হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, প্রায় চার মাস বন্ধ থাকার পর চাল আমদানির কারণে বন্দরের কর্মচারীদের কর্মসংস্থান বাড়বে এবং এতে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসতে সাহায্য করবে।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার পর আবার চাল আমদানির শুরু হওয়া চালের সরবরাহ বৃদ্ধি এবং বাজারে স্থিতিশীলতার আশা তৈরি করেছে। এতে ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য স্বস্তির বাতাস বয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন