ব্যবসায়-বাণিজ্য

বাজারে ৮০ টাকার নিচে মিলছে না সবজি, হতাশ ক্রেতারা

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর বাজারগুলোতে সবজির দাম এক মাসের বেশি সময় ধরে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সেগুনবাগিচা, মালিবাগ ও মগবাজার ঘুরে দেখা গেছে— ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই, কাঁচা মরিচের দাম পেরিয়েছে ২৮০ টাকা কেজি।

সেগুনবাগিচা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী খুরশিদ আলম বলেন, “আজকে বাজারে এসে দেখি সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। বিগত কিছুদিন ধরে দাম বাড়ছে, অথচ বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যদি এমন দাম হয়, তাহলে সাধারণ ক্রেতারা খাবে কী?”

মালিবাগ বাজারের ক্রেতা নাজমুল ইসলাম বলেন, “বাজারে ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি নাই। কিছু কিছু সবজির দাম এর চেয়েও বেশি। বিক্রেতারা বলছেন বৃষ্টি ও মৌসুমের শেষ, কিন্তু আমরা এক মাস ধরে একই অবস্থা দেখছি।”

অন্যদিকে মগবাজারের সবজি বিক্রেতা মুকিদুর রহমান জানান, পাইকারি বাজার থেকেই সবজির দাম বেশি। “আড়তে সরবরাহ কমে গেছে। বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে, আর মৌসুমের সবজি শেষ হতে চলেছে। নতুন সবজি বাজারে আসতে আরও সময় লাগবে, তাই দাম কমার সম্ভাবনা আপাতত নেই।”

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে আগামী কয়েক সপ্তাহ সবজির দাম আরও বাড়তে পারে। এতে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।

মতামত দিন