টিসিবির কার্ডে দুর্নীতি, সরব বাণিজ্য উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট ॥ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সম্প্রতি জানিয়েছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত 'টিসিবির সঙ্গে ব্যবসা' শীর্ষক এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন। সভায় দেশের বিভিন্ন ভোগ্যপণ্য আমদানিকারক, বাজারজাতকারী এবং পাইকারি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।বশিরউদ্দিন বলেন, "টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনকি প্রশাসনের চাকরিজীবী পরিবারের তিনটি কার্ড পাওয়ার তথ্যও আমরা পেয়েছি। যাচাই-বাছাই করে ইতিমধ্যে ভুয়া ৪০ লাখ কার্ডধারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।" তিনি জানান, পাঁচ-সাততলা বাড়ির মালিকরাও এই কার্ডের সুবিধা নিয়েছেন, যা প্রকৃত দরিদ্রদের অধিকার ক্ষুণ্ণ করেছে।
তিনি আরও বলেন, সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে টিসিবি ও বাজার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি জানান, টিসিবি বছরে ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার পণ্য কিনে, এবং এই অর্থ দিয়ে কিভাবে আরও কার্যকরভাবে পণ্য সংগ্রহ করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ সভায় জানান, নতুন নীতিমালার আওতায় ১ জুলাই থেকে টিসিবির পণ্য বিক্রি নতুন ডিলারদের মাধ্যমে পরিচালিত হবে। পুরাতন ও নতুন ডিলারদের জেলা প্রশাসকের অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, কিছু পণ্য সরাসরি আমদানি করে বাজার স্থিতিশীল রাখার পরিকল্পনা রয়েছে। পণ্য সরবরাহে স্বচ্ছতা ও টিসিবির কার্যক্রমে গতিশীলতা আনাই এখন প্রধান লক্ষ্য।
মতামত দিন