ব্যবসায়-বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে এক দিনে পাঁচ হাজার কনটেইনার হ্যান্ডলিং রেকর্ড

চট্টগ্রাম প্রতিনিধি ॥ চট্টগ্রাম বন্দরে ২৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এক দিনে ৫ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়ে নজির গড়েছে নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক। এ সময়ে আমদানিমুখী কনটেইনার ২ হাজার ১০১ একক এবং রপ্তানিমুখী কনটেইনার ২ হাজার ৯১৮ একক হ্যান্ডলিং করা হয়।

ড্রাই ডক কর্তৃপক্ষ জানায়, ৭ জুলাই থেকে এনসিটির দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং দ্রুত বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ২১৭ একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ একক। গত বছরের তুলনায় এটি প্রায় ৪০ শতাংশ বেশি।

একই সঙ্গে বন্দরে জাহাজের গড় অবস্থানকালও কমেছে। এখন এটি মাত্র দুই দিন, যেখানে মাসের শুরুতে ছিল চার থেকে ছয় দিন। বহির্নোঙরে জাহাজের সংখ্যা কমে তিন থেকে চারটি হয়েছে, যেখানে গত বছরের আগস্টে গড়ে ছিল ১৪টি।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “বন্দর কার্যক্রম দ্রুত হওয়ায় বহির্নোঙরে জাহাজের ভিড় কমেছে।”

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জানান, বন্দরের কনটেইনার ধারণক্ষমতা বর্তমানে প্রায় ৫৯ হাজার একক। সংস্কার ও সম্প্রসারণের পর এটি ৬২ হাজারে উন্নীত হবে। এতে চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পাবে।

মতামত দিন