ব্যবসায়-বাণিজ্য

একদিনের জন্য হিলি বন্দর বন্ধ, চলবে কেবল যাত্রী পারাপার

হিলি প্রতিনিধি ॥ আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চলবে যথারীতি।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম জানান, হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের ব্যবসায়ীরা আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ছুটির কারণে একদিন কার্যক্রম বন্ধ থাকলেও এতে ব্যবসায়ীরা তেমন ক্ষতির মুখে পড়বেন না। রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে আবারও স্বাভাবিক নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে বাংলাদেশ ও ভারত যাতায়াত করতে পারবেন।

স্থানীয়রা জানিয়েছেন, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারো ট্রাক আমদানি-রপ্তানি কার্যক্রমে অংশ নেয়। একদিনের ছুটিতে শ্রমিক ও পরিবহন ব্যবসায়ীরা সাময়িক ক্ষতির মুখে পড়লেও ধর্মীয় মর্যাদা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে।

মতামত দিন