বিনোদন

হরর ফ্র্যাঞ্চাইজিতে এবার সানি লিওন আউট, তামান্না ভাটিয়া ইন

বিনোদন ডেস্ক ॥ বলিউডের হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ এবার তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে। নতুন ছবির মূখ্য চরিত্রে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। প্রথম দুটি কিস্তি যথাক্রমে ২০১১ ও ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। তৃতীয় কিস্তি নিয়ে ইতিমধ্যেই নির্মাতা একতা কাপুর পরিকল্পনা শুরু করেছেন। 

২০১১ সালে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম ছবি, আর ২০১৯ সালে সানি লিওনের সঙ্গে ‘রাগিনী এমএমএস রিটার্নস’ প্রযোজিত হয়েছিল। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্র জানায়, একতা কাপুর দীর্ঘদিন ধরে নতুন কিস্তি তৈরির জন্য গল্প খুঁজছিলেন। অবশেষে গল্প পাওয়ার পর এই বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে। তামান্না ভাটিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অভিনেত্রী চিত্রনাট্যের ভৌতিক টুইস্ট শুনে অবাক হয়েছেন।

ছবিতে হরর থ্রিলার এলিমেন্ট থাকলেও জমজমাট গান ও নাটকীয় ভিজ্যুয়াল প্রেজেন্টেশন থাকবে। সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কিস্তি দর্শকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বাড়াতে সক্ষম হবে।

নির্মাতা একতা কাপুর আশা করছেন, তৃতীয় কিস্তি দর্শককে ভৌতিক থ্রিলার এবং বিনোদনের মেলবন্ধন উপহার দেবে। সিনেমার গল্প, গান ও বিশেষ প্রভাবের জন্য দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে।

মতামত দিন