মুখের ব্রণ দূর করার পরামর্শে বিতর্ক ছড়িয়ে দিলেন তামান্না
বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্রণ দূর করার কৌশলটি শোনার পর বিশেষজ্ঞরা চরম আপত্তি জানিয়েছেন। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “ব্রণের উপরে লালা লাগানো আমার অভিজ্ঞতায় কার্যকর।” এই অদ্ভুত হ্যাক সামাজিক ও মিডিয়ায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।তামান্না বলেন, “এটি অদ্ভুত শোনালেও কাজ করে। আমি নিজেই প্রতিদিন সকালে ব্রণের উপরে লালা ব্যবহার করি। এটি ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে।” ২০২১ সালের সাক্ষাৎকারেও অভিনেত্রী একই পরামর্শ দিয়েছিলেন।
চিকিৎসকরা সতর্ক করেছেন, মুখের লালা ব্রণ কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। লালার সঙ্গে ব্যাকটেরিয়া থাকায় ত্বকে সংক্রমণ বা প্রদাহও হতে পারে। ডার্মাটোলজিস্টরা পরামর্শ দেন, পরিচ্ছন্ন রাখা, হালকা ক্লিনজার ব্যবহার এবং প্রয়োজনে ওষুধের সাহায্যে ব্রণ নিয়ন্ত্রণ করা।
তবে তামান্নার অদ্ভুত অভিজ্ঞতা অনেক ভক্ত ও অনলাইনের ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই বলেছেন, এটি “চমকপ্রদ” এবং “অবিশ্বাস্য।” এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিশেষজ্ঞরা পুনর্ব্যাখ্যা করছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা সবার জন্য কার্যকর নাও হতে পারে। ফলে ত্বকের যত্নের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলা জরুরি। তামান্নার এই অভিনব কৌশল এখনও বিতর্কের কেন্দ্রে রয়েছে।
মতামত দিন