জীবনসঙ্গী খুঁজছেন মিলা, চাই বন্ধুসুলভ প্রেমিক
বিনোদন ডেস্ক ॥ জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবনযাপন করছেন। প্রেম বা বিয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে না পাওয়ার কথা জানিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্নধর্মী আহ্বান জানিয়েছেন এই সংগীতশিল্পী। বলেছেন, তিনি এখন এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন, যিনি হ্যান্ডসাম ও গুড লুকিং হওয়ার পাশাপাশি হবেন দায়িত্বশীল, সংবেদনশীল এবং মায়াবি স্বভাবের।সাক্ষাৎকারে মিলা বলেন, ‘অনেকদিন ধরেই অপেক্ষা করছি, কেউ তো জিজ্ঞেসই করছে না—আপনার কী প্রেম হয়েছে, বিয়ে কবে করছেন? কিন্তু সমস্যাটা হলো, আমার জন্য যোগ্য ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজে নিজে প্রেম করাটা কঠিন, সেই জন্যই খোলাখুলিভাবে বলছি—আপনারা যদি মনে করেন উপযুক্ত কেউ আছেন, তাহলে বায়োডাটা পাঠান।’
মিলা আরও বলেন, ‘এই মুহূর্তে আমি একজন জীবনসঙ্গী চাই, যিনি আমার বন্ধু হবেন, আমাকে বুঝবেন এবং পাশে থাকবেন। টাকা কামানো অবশ্যই জরুরি, কিন্তু আমি কোনো টাকাওয়ালা জামাই খুঁজছি না। আমি চাই, তার মধ্যে মানবিক গুণাবলি থাকবে, বিশেষ করে পশু-পাখির জন্য মায়া থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি জানান, দীর্ঘদিনের সিঙ্গেল জীবনের পর এবার একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করছেন তিনি। তবে সেটি শুধুই বিয়ের উদ্দেশ্যে নয়—বরং বন্ধুত্ব, বোঝাপড়া এবং ভালোবাসার জায়গা থেকে। এমন একজন মানুষ খুঁজছেন, যার সঙ্গে জীবনের পথচলা হবে সহজ এবং আনন্দময়।
উল্লেখ্য, ২০০৬ সালে মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশিত হয়। এরপর ২০০৮ সালে ‘ফুয়াদ ফিচারিং মিলা চ্যাপ্টার-২’ এবং ২০০৯ সালে ‘ফুয়াদ ফিচারিং মিলা রি-ডিফাইন্ড’ অ্যালবাম দুটি তাকে সংগীত অঙ্গনে আরও জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার গানে যেমন থাকে জীবনের গল্প, তেমনি তার জীবনেও রয়েছে নানা চড়াই-উতরাইয়ের কাহিনি। এবার সেই জীবনের পাশে একজন সহযাত্রী চান মিলা।
মতামত দিন