বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপল আনছে আইফোন ১৭, দাম জেনে নিন

প্রযুক্তি ডেস্ক ॥ অ্যাপল খুব শীঘ্রই আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজন করা অনুষ্ঠানে নতুন চারটি মডেল উপস্থাপন করা হবে। নতুন মডেলের দাম ও ফিচার এখনও গোপন রাখা হলেও বাজার ও বিশ্লেষকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

জেপি মরগ্যানের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ মডেলের সম্ভাব্য দাম ৭৯৯ ডলার। আইফোন ১৭ এয়ারের দাম হতে পারে ৮৯৯ থেকে ৯৪৯ ডলার, আইফোন ১৭ প্রোর দাম ১,০৯৯ ডলার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার। প্রো মডেলের দাম বাড়ার প্রধান কারণ হল এর প্রাথমিক স্টোরেজ ক্ষমতা ২৫৬ গিগাবাইট।

বাজার বিশ্লেষকরা মনে করেন, আইফোন ১৭ সিরিজের দাম ১৬ সিরিজের মতো স্থিতিশীল রাখা হবে। প্রো মডেলের দাম বাড়লেও অন্যান্য মডেলের দাম মূলত অপরিবর্তিত থাকবে। বিশেষভাবে নজর কাড়ছে আইফোন ১৭ এয়ার মডেল। অতিরিক্ত পাতলা নকশা ও উন্নত ফিচারের কারণে এর দাম অন্যান্য মডেলের তুলনায় ৫০ ডলার পর্যন্ত বেশি হতে পারে।

অ্যাপলপ্রেমীদের পাশাপাশি প্রযুক্তি বিশ্লেষকরা নতুন ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরের পরিবর্তন ও ফিচারের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। নতুন আইফোন সিরিজের এই কৌশল অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে গ্রাহকদের আগ্রহ ধরে রাখতে সহায়ক হতে পারে।

মতামত দিন