অটো, ফাস্ট, থিঙ্কিং: চ্যাটজিপিটির নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি ডেস্ক ॥ চ্যাটজিপিটি-৫ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেকে অভিযোগ করেছেন, নতুন সংস্করণটি জিপিটি-৪-এর তুলনায় অনেক বেশি সংগঠিত হলেও আলাপচারিতার সময় বেশি এনগেজ হয় না। ছোট ছোট বা সাধারণ প্রশ্নের উত্তর দিতে কখনও সমস্যায় পড়ে।এই প্রেক্ষাপটে ওপেনএআই চ্যাটবটটির নতুন সেটিং চালু করেছে। ব্যবহারকারীরা এখন তিনটি মোডের মধ্যে পছন্দ করতে পারবেন: ‘অটো’, ‘ফাস্ট’ এবং ‘থিঙ্কিং’। অটো মোডে জিপিটি-৫ স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। ফাস্ট মোড দ্রুত উত্তর প্রদান করে, আর থিঙ্কিং মোডে বিশ্লেষণাত্মক ও গভীর আলাপচারিতা সম্ভব। তবে থিঙ্কিং মোডে সপ্তাহে সর্বাধিক ৩ হাজার মেসেজের সীমা থাকবে।
সেটিংস পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ, গতি ও গভীরতা সব দিকেই নতুন অভিজ্ঞতা প্রদান করা হবে। এতে জিপিটি-৫ ব্যবহারকারীদের আরও প্রাসঙ্গিক এবং সংলাপমুখী উত্তর দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
চ্যাটজিপিটি ২০২২ সালে আত্মপ্রকাশের পর থেকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। স্যাম অল্টম্যানের মতে, নতুন মোডগুলো ব্যবহারকারীদের আলাপচারিতা আরও উন্নত ও নিয়ন্ত্রিত করতে সাহায্য করবে।
মতামত দিন