‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে সেনা অভিযান, বিপুল অস্ত্র-সরঞ্জাম জব্দ
রাজশাহী প্রতিনিধি ॥ রাজশাহীর কাঁদিরগঞ্জ এলাকায় শনিবার ভোরে সেনাবাহিনী পরিচালিত অভিযানে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয় ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের সেনা সদস্যরা। কোচিং সেন্টারের নাম ‘ডক্টর ইংলিশ’, যার পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।অভিযান থেকে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, দেশীয় অস্ত্র, ম্যাগনেট, জিপিএস, ওয়াকিটকি, ট্রাজারগান, সিমকার্ড, বাইনোকুলার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম। এছাড়া উদ্ধার করা হয়েছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ৬টি মনিটর, ৩টি কম্পিউটার, ৩টি স্ক্যানার ও ৩৫ বোতল মদ। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সব সামগ্রী জব্দ করা হয়েছে এবং পরবর্তী তদন্তে এর প্রকৃত ব্যবহার খতিয়ে দেখা হবে।
স্থানীয়রা কোচিং সেন্টারের শিক্ষামূলক আড়ালের কথা উল্লেখ করে বলেন, সেখানে অন্য কোনো গোপন কার্যক্রম চলছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। সেনাবাহিনী জানিয়েছে, অভিযান শুধু অস্ত্র বা সরঞ্জাম উদ্ধারেই সীমাবদ্ধ নয়, বরং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রাজশাহী সেনা সদর দপ্তর জানিয়েছে, অভিযান ও উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তারা আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, কোচিং সেন্টার ব্যবহারের মতো অপ্রত্যাশিত কৌশল দেশীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
মতামত দিন