জেলার খবর

৪৫ কোটি টাকার ইয়াবা-গাঁজা ধ্বংস করলো কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি ॥ কক্সবাজারের টেকনাফে ৪৫ কোটি ৫০ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে এই মাদক ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

কোস্ট গার্ডের লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভির এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত টেকনাফ, সেন্টমার্টিন, কুতুবদিয়া, কক্সবাজার এবং শাহপরী দ্বীপ অঞ্চলে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ নেতৃত্বে ১২টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এর মধ্যে আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ৯৮০ পিস ইয়াবা এবং ১৭৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে জমা দেওয়া হয়। বাকি ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারের আদেশে ধ্বংস করা হয়।

মাদক ধ্বংসের সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‍্যাব এবং আদালতের প্রতিনিধিরা। প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মাদকের চালানগুলো ধ্বংস করা হয়।

লে. কমান্ডার তানভির আরও জানান, উপকূলীয় অঞ্চলে মাদক পাচার রোধে কোস্ট গার্ডের টহল ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে। এর ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় মাদক পাচার অনেকটাই কমে এসেছে।

মতামত দিন